রবিবার ( ১১ ডিসেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তর ও পঞ্চগড় জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সদর উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি কারখানা কে ৫২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট- মোঃ আশরাফুল ইসলাম।
এছাড়া ১৮২ কেজি পলিথিন ও ৩৫৭ কেজি পলিথিনের রোল জব্দ করা হয়।
অভিযানে, পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক- মোঃ ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
এস.এম/ডিএস
মন্তব্য করুন