রবিবার ( ১১ ডিসেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তর ও পঞ্চগড় জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সদর উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
[caption id="attachment_9811" align="aligncenter" width="355"] বিজ্ঞাপন [/caption]
অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি কারখানা কে ৫২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট- মোঃ আশরাফুল ইসলাম।
এছাড়া ১৮২ কেজি পলিথিন ও ৩৫৭ কেজি পলিথিনের রোল জব্দ করা হয়।
[caption id="attachment_9776" align="aligncenter" width="355"] বিজ্ঞাপন[/caption]
অভিযানে, পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক- মোঃ ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
এস.এম/ডিএস