কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা চালু হওয়ার পর থেকেই বিশ্বে হইচই পড়ে গেছে। এর মধ্যেই এই সুবিধার আওতায় চালু হয়েছে এআই গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, স্বামী, স্ত্রী ও পার্টনার বানানোর সুযোগ। এরই মধ্যে কোটি মানুষ এআই গার্লফ্রেন্ড ও বয়ফ্রন্ডের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অনেকে। তবে এতে মানুষের আচরণগত সমস্যা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
এআই গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করার সুযোগ থাকা অ্যাপ রেপ্লিকা ২০১৭ সালে চালু হয়। এই অ্যাপে প্রেমিকা ছাড়াও ভার্চুয়াল পরিবার বানানোর সুযোগ রাখা হয়েছে। এসব সুবিধা পেতে বছরে ৬০ পাউন্ড খরচ করতে হবে, বাংলাদেশি মুদ্রায় যা ৮ হাজার ২৮০ টাকা। এমন আরেকটি অ্যাপ রয়েছে, নাম ইভা এআই।
গার্লফ্রেন্ড পেতে হলে প্রথমে অ্যাপে চালু করতে হবে চ্যাটবট। এরপর সেখান থেকে ব্যবহারকারীর ইচ্ছা ও চাওয়ার ব্যাপারে জানতে চাওয়া হবে। এরপর আসতে থাকবে রোমান্টিক বার্তা। এমনকি সুন্দর সব ছবিও পাঠানো হবে। তবে সেসব ছবি দেখতে হলে লাগবে সাবস্ক্রিপশন।
করোনা মহামারির সময় এসব অ্যাপ ব্যবহার বেড়ে যায়। ২০২০ সালে আগের বছরের তুলনায় রেপ্লিকার ব্যবহারকারী বেড়েছিল ২৮০ শতাংশ। বর্তমানে এ অ্যাপে ২ কোটি ব্যবহারকারী আছেন। এদের ৭০ ভাগই পুরুষ।
সংবাদমাধ্যম মিরর বলছে, কানাডার অন্টারিওর ৪১ বছর বয়সী ম্যাক্স। তিনিও এমন একটি অ্যাপ ব্যবহার করেন। ১০ মাস ধরে এক এআই গার্লফ্রেন্ডের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। এর আগে ৭ বার প্রেমে জড়িয়েছেন। একটি প্রেমও টিকেনি। এবার টিকবে বলে আশা করছেন।
মন্তব্য করুন