রবিবার ( ৪ ডিসেম্বর ) পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এবং তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে তেঁতুলিয়া উপজেলায় অনিয়ন্ত্রিতভাবে পাথর বাছাই ও রাস্তার উপর পাথর ও বালু রেখে বায়ু দূষণ করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়া পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রকারী হর্ণ ব্যবহারের অভিযোগে একটি ট্রাক ড্রাইভারকে ৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট- সোহাগ চন্দ্র সাহা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষীদের অর্থদণ্ড প্রদান করেন। এসময় ধার্য্যপূর্বক অর্থদণ্ড তৎক্ষণাৎ আদায় করা হয় ও অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী চারটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর,পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক- মোঃ ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। তেঁতুলিয়া থানার একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে পাথর ক্রাশিং এর সাথে সংশ্লিষ্ট মালিক ও শ্রমিকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এস.এম/ডিএস
মন্তব্য করুন