মঙ্গলবার (৩১ মে ) রংপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ/২০২২ এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পঞ্চগড় জেলার প্রতিযোগি হিসেবে অংশগ্রহণ করে ‘ক’ বিভাগে ” হাম-নাতে ” শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মোঃ মুয়াজ হোসাইন এবং “রচনা প্রতিযোগিতায়” শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রওজাতুল নাঈম তাহসিন।
শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী মোঃ মুয়াজ হোসাইন দেবীগঞ্জ জমিরউদ্দিন দাখিল মাদ্রাসার ৮ শ্রেণির শিক্ষার্থী এবং রওজাতুল নাঈম তাহসিন দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ।
দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর সফলতার প্রতিক্রিয়ায়, প্রধান শিক্ষক- প্রদীপ কুমার সিংহ জানান,” রওজাতুল নাঈম তাহসিন অত্র বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী । সে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো । আজকের এ ফলাফলে আমারা সকলেই অত্যন্ত আনন্দিত । আশা করছি জাতীয় পর্যায়ে ভালো কিছু বয়ে আনবে সে।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সলিমুল্লাহ জানান,” জাতীয় শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মুয়াজ ও তাহসিন । আশা করছি জাতীয় পর্যায়েও ভালো কিছু করবে তারা এবং দেবীগঞ্জ তথা পঞ্চগড়ের নাম উজ্জ্বল করবে সারাদেশের মাঝে । উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।”
এ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস জানান, “মুয়াজ এবং তাহসিন দেবীগঞ্জ উপজেলার গর্ব। তারা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করার মধ্যে দিয়ে পঞ্চগড় জেলার এবং দেবীগঞ্জ উপজেলার নাম উজ্জ্বল করেছে । আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।”
উল্লেখ্য, গত ১৯ মে উপজেলা পর্যায়ে এবং ২৩ মে জেলা পর্যায়ে “হাম- নাতে” মোঃ মুয়াজ হোসাইন এবং “রচনা প্রতিযোগিতায়” রওজাতুল নাঈম তাহসিন প্রথম স্থান অর্জন করে ।
এস.এম/ডিএস
মন্তব্য করুন