পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদসহ দুই মাদকসেবীকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারোটায় গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার শেখ রাসেল মিনি স্টেডিয়াম এলাকায় দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে
অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল। এসময় বিদেশি মদসহ দুইজনকে আটক করা হয়।সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আরো দুই জন।
আটককৃতরা হলেন, দেবীগঞ্জ পৌরসভার খুটামারা এলাকার আব্দুর রহিমের ছেলে মো: মামুন রহমান(২৯) এবং বোদা উপজেলা সাকোয়া ইউনিয়ন দীগালপাড়া এলাকার মো: ইয়াকুব আলীর ছেলে মো: জাকিরুল ইসলাম (২৬)।
এসময় তাদের কাছ থেকে এক বোতল বিদেশি মদ, নগদ ২০ হাজার ৮৪২ টাকা, তিনটি স্মার্ট ফোন, দুটি মোটরসাইকেল, দুই বোতল কোকাকোলা,দুই বোতল স্পিড, এক প্যাকেট চানাচুর ও এক বাটি মুরগির মাংস জব্দ করা হয়।
অভিযানের বিষয়ে ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের কাছে গোপন তথ্য আসে যে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আগামী শারদীয় দূর্গা পূজা এবং এলাকায় নাশকতার লক্ষ্যে পরিকল্পনা করা হচ্ছে। তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিদেশি মদসহ দুইজনকে আটক করা হয়। পরে তাদের স্বাভাবিক নিয়মে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজকে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
এস.এম/ডিএস
মন্তব্য করুন