মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে এগারোটায় পৌরসদরের বিজয় চত্বরে মসজিদ ভিত্তিক শিক্ষক কল্যাণ পরিষদ দেবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শতাধিক শিক্ষক এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কারী আবুল হোসেন নীলফামারী সদর উপজেলার কানাইকাটা তেঁতুলতলা জামে মসজিদের ইমাম হিসাবে দায়িত্বে ছিলেন এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক ছিলেন। দুর্বৃত্তরা কারী আবুল হোসেনকে নৃশংস ভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমারা সকল শিক্ষক এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আলোচিত এই ঘটনায় মামলার হওয়ার পরেও কোনো আসামি আইনের আওতায় আনতে পারেনি প্রশাসন। হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিদেরকে আইনের আওতাই এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মউশিক শিক্ষক কল্যান পরিষদের পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ শেখ ফরিদ, দেবীগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মোঃ হাসিনুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ।
উল্লেখ্য, গত সোমবার (১ জুলাই) প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়ে সাইকেলযোগে নীলফামারী সদর উপজেলার কানাইকাটা তেঁতুলতলা ঘুন্টিরপাড়ে মক্তবে পড়াতে যাওয়ার পথে কারী আবুল হোসেনকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। গত ৬ জুলাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
আর.ডিএস
মন্তব্য করুন