সোমবার (২২মে) সকাল ১১টা’য় উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়। ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি অফিস চত্বরে দৃষ্টিনন্দন সেবাস্টল, পেন্ডেল ও মঞ্চ তৈরী করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদারের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান- মোঃ আব্দুল মালেক চিশতি।
‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয় ‘ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার থেকে রোববার (২২-২৮মে) পর্যন্ত সারা দেশে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ উদযাপন করা হবে।
ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নাগরিক অধিকারের বিষয়ে জনগণের মাঝে সচেতনতা বাড়ানো ভূমিসেবা সপ্তাহের মূল লক্ষ্য। এছাড়া ভূমিসেবা সপ্তাহ চলাকালীন সময়ে বেশকিছু ভূমিসেবা প্রদান করা হবে। এ সময় সপ্তাহব্যাপী নির্ধারিত সেবাকেন্দ্রে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি আবেদনের প্রক্রিয়াকরন, ডিসিআর ও খতিয়ান প্রদান, ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত জমির কবুলিয়ত হস্তান্তর, চান্দিনা ভিটির ইজারা নবায়ন, ই-পর্চা প্রদান, রেকর্ড রুম থেকে সার্টিফাইড কপি গ্রহন, আপিল মামলার দ্রুত নিষ্পত্তি, অধিগ্রহণকৃত জমির চেক বিতরণ। এছাড়াও সপ্তাহব্যাপী ভূমি সেবা গ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদানের জন্য সেবাবুথে ভূমি অফিসের কর্মকর্তাগন সার্বক্ষনিক নিয়োজিত থাকবেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন ও রিতু আক্তার, দেবীগঞ্জ পৌর মেয়র আবু বকর সিদ্দিক আবু, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, ভূমিসেবা গ্রহীতাগণ ও ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এস.এম/ডিএস
মন্তব্য করুন