সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরে আয়োজনে এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ্) এর সহযোগিতায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলমের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চিশতি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি নির্মল কুমার শর্মা, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স্বদেশ চন্দ্র রায় প্রমুখ।
এছাড়া উপজেলার অন্তর্গত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন দপ্তরে দপ্তর প্রধানগণ, বিভিন্ন এনজিওর ব্যবস্থাপক ও গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
সমন্বয় সভায় ব্রাকের পক্ষ থেকে বাল্যবিয়ে প্রতিরোধে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। বাল্যবিয়ে প্রতিরোধে জনপ্রতিনিধিদের মাধ্যমে সকলকে সচেতন করার বিষয়ে দিক নির্দেশনা দেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ।
এস.এম/ডিএস
মন্তব্য করুন