বুধবার (২৩ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা- মোঃ গোলাম ফেরদৌসের সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলার জেলা প্রশাসক- মোঃ জহুরুল ইসলাম।
কৃষক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা পুলিশ সুপার- এস.এম সিরাজুল হুদা; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক- রিয়াজ উদ্দিন আহমেদ; বিএডিসির উপ-পরিচালক- মোঃ মাজাহারুল ইসলাম; সহকারী পুলিশ সুপার- মোছাঃ রুনা লায়লা; উপজেলা আওয়ামী লীগের সভাপতি- আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী; উপজেলা কৃষক লীগের সভাপতি- নির্মল কুমার শর্মা প্রমুখ।
এছাড়াও দেবীগঞ্জ উপজেলার দশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রায় অর্ধ সহস্রাধিক কৃষক সমাবেশ উপস্থিত ছিলেন।
দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট- গোলাম রব্বানী সরদার এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কৃষকদের নানা বিষয়ে পরামর্শ এবং কৃষি কাজে উৎসাহ প্রদান করে বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, কৃষক সমাবেশের আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে বোরো মৌসুমের সরিষা, ভূট্টা, গম ও অন্যান্য ফসলের প্রণদোনা বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম।
এস.এম/ডিএস
মন্তব্য করুন