বুধবার (১৯ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তার অংশ হিসেবে এই অর্থ বিতরণ করা হয়।
পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আক্তার হোসেন নিউটন, সংরক্ষিত নারী সদস্য তানজিলা ইয়াসমিন, আক্তারুন নাহার সাকী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম হুমায়ূন কবীর উজ্জ্বল প্রমুখ।
[caption id="attachment_10867" align="aligncenter" width="350"] ছবি: পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া এক শিক্ষার্থীর হাতে নগদ অর্থ তুলে দিচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য বৃন্দ।[/caption]
এবিষয়ে পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ বলেন," আজ দেবীগঞ্জ উপজেলার দরিদ্র ও মেধাবী এমন ৬ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আগামী দিনগুলোতে বাকী উপজেলার শিক্ষার্থীদের সহযোগিতা করা হবে। পঞ্চগড় জেলা পরিষদ সর্বদাই অসহায় মেধাবী শিক্ষার্থীদের পাশে ছিলো আগামীতেও পাশে থাকবে।"
উল্লেখ্য, এদিন পঞ্চগড় জেলা পরিষদের পক্ষ থেকে বুয়েট ও মেডিকেল কলেজে ভর্তির জন্য দুজনকে ১৫ হাজার টাকা করে এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চার জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এস.এম/ডিএস