পঞ্চগড়ের দেবীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০ টায় দেবীগঞ্জ অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে এবং উপজেলা নির্বাচন অফিসের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিকরুল হকের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা, জেলা নির্বাচন কর্মকর্তা সুধাংশু কুমার সাহা, দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোছাঃ রুনা লায়লা, দেবীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ শরীফুল আলম, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম প্রমুখ।
এছাড়া জেলা প্রশাসন ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং ভোটগ্রহণকারী কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এস.এম/ডিএস