বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোট গ্রহণ শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা- মো.আলমগীর বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন। নৌকা প্রতীক নিয়ে আজাহার আলী ৬ হাজার ৭৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
[caption id="attachment_9811" align="aligncenter" width="350"] বিজ্ঞাপন [/caption]
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী- এ কে এম আখতার হোসেন হাসান, নারিকেল গাছ প্রতীক নিয়ে ৩ হাজার ৫৯৭ ভোট পেয়েছেন। এছাড়া সতন্ত্র প্রার্থী মোঃ দিলরোজ ফেরদৌস জগ প্রতিকে পেয়েছেন ৭৮৩টি ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী- মোঃ মওদুদ খান হাত পাখা প্রতীকে পেয়েছেন ৭৩২ ভোট।
জানা যায়, ৯টি ভোট কেন্দ্রে ৪৮ টি বুথে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৫১২ জন। বৈধ ভোট পড়েছে ১১ হাজার ৮৫২ টি এবং ৩৭ টি ভোট বাতিল করা হয়েছে। ভোটের মাঠে নয়টি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট, একজন বিচারিক ম্যাজিস্ট্রেট, এক প্লাটুন বিজিবি সদস্যসহ র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালনে ছিলেন।
এস.এম/ডিএস