শনিবার (১৬ জুলাই ) দুপুরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন এলাকার ভারত- বাংলাদেশ সীমান্তের মহানন্দা নদী থেকে এ মাছটি ধরা পড়ে।
স্থানীয়রা জানায়, দুপুরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা গ্রামের ২০ জন যুবকের একটি দল মহানন্দা নদীতে বড় জাল দিয়ে মাছ ধরতে যান। নদীতে জালটি ফেলে সকলে পায়ে হেঁটে চলার একপর্যায়ে তারা বড় মাছের অবস্থান টের পান। পরবর্তীতে মাছের অবস্থান বুঝে যুবকেরা জালটি সেই জায়গায় নিয়ে যান। অনেক চেষ্টার পর একটি বাঘাইড় মাছ মাছ ধরা পড়ে । ধারণা করা হচ্ছে সীমান্তবর্তী উপজেলার মহানন্দা নদীটি ভারত থেকে প্রবাহিত হওয়ায় বিরাট এই বাঘাইড় মাছটি ভারতে থেকে আসতে পারে।
এদিকে, মাছটি বাড়িতে নিয়ে আসলে উৎসুক জনতা মাছটি একপলক দেখার জন্য ভিড় জমাতে থাকে। তবে মাছটি বিক্রি করা হবে না বলে জানান ওই দলের যুবক মনির হোসেন।
মনির হোসেন বলেন, "আমরা বাংলাবান্ধা গ্রামের ২০ জনের একটি দল মাছ ধরার জন্য নদীতে নামি। নদীতে নেমে জাল ফেলার সময় মাছের অবস্থান টের পাই। পরবর্তী বাগাইড় মাছটি ধরতে সক্ষম হই। মাছটি আমরা বিক্রি না করে ২০ জনের মাঝে সমহারে ভাগ করা হবে। এ ধরনের মাছ ধরার আনন্দটাই আলাদা।"
উল্লেখ্য, কিছুদিন আগে বাংলাবান্ধা ইউনিয়নে আরেকটি ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছিলে। সেটি স্থানীয় বাজারে তোলা হলে মাছটি কেটে প্রতিকেজি ১৫০০ টাকা দরে বিক্রি করে।
এস.এম/ডিএস