বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়ে পঞ্চগড় বাজারে গিয়ে শেষ হয়।
এ সময় নতুন এই কর্মসূচির প্রচার ও লিফলেট বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ আজাদ,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, বিএনপি নেতা ইউনুস আলী শেখ, আনোয়ার হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী নেতাকর্মীরা অংশ নেন৷
এ সময় নেতাকর্মীরা আগামী ৭ জানুয়ারি ভোট বর্জন, ভোট গ্রহণের কর্মকর্তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকা, সরকারি সকল প্রকার ট্যাক্স,খজনা ও ইউলিলিটির বিল স্থগিত রাখা।,ব্যাংকের লেনদেন বর্জন করা মিথ্যা ও রাজনৈতিক মামলায় অভিযুক্তদের আদালতে হাজিরা দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান৷
এসময় বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ বলেন, এই নির্বাচন তামাশার নির্বাচন। তাই এই নির্বাচন বর্জন করার জন্য আমরা অসহযোগ আন্দোলন শুরু করেছি। আমাদের দাবি এই সংসদ ভেঙ্গে দিয়ে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি। মানুষ যেন তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেজন্যই আমরা এই আন্দোলন শুরু করেছি।