পঞ্চগড়ে পালিত হলো আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। পরিবেশ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয়ের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য ছিল 'সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন'।
বুধবার (২৬ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে র্যালির আয়োজন করা হয়। এই দিন সকাল দশটায় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি, কালেক্টরেট চত্বরে মানববন্ধন ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের আমিরুল ইসলাম, স্কাউটস, গার্লস গাইডস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এস.এম/ডিএস