বৃহস্পতিবার (২৮ শেষ জুলাই) নীলফামারী জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের আয়োজনে ,বাংলা একাডেমির সমন্বয়ে এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জেলা সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক, খন্দকার ইয়াসির আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক মন্ত্রী – আসাদুজ্জামান নূর এমপি।
সাহিত্য মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলা একাডেমির সভাপতি, কথা সাহিত্যিক- সেলিনা হোসেন; সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব- অসীম কুমার দে; বাংলা একাডেমির সচিব- এ.এইচ.এম. লোকমান।
সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনায় করেন- বাংলা একাডেমির উপপরিচালক, ড. সাইমন জাকারিয়া এবং অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বাংলা একাডেমির মহাপরিচালক- কবি মোহাম্মদ নুরুল হুদা ।
আলোচনা সভা শেষে লেখক কর্মশালা অনুষ্ঠিত হয় । সেখানে স্থানীয় প্রাবন্ধিক ও সাহিত্যিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এস.এম/ডি এস
মন্তব্য করুন