সোমবার ( ৪ এপ্রিল) দুপুরে, তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের ভেল্কুগছ এলাকায় সরকারি কর্মচারীকে সরকারি কাজে বাধা প্রদান ও মারপিট করার অপরাধে আজিবদ্দীন(৫৫) ও আনিছুর(৩৩) কে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী বিচারক, সোহাগ চন্দ্র সাহা।
দন্ডপ্রাপ্তরা হলেন, তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের ভেল্কুগছ গ্রামের মৃত পহির উদ্দীনের পুত্র আজিবদ্দীন এবং আজিবদ্দীনের পুত্র আনিছুর।
আহত সরকারি কর্মচারীকে চিকিৎসার জন্য তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মন্তব্য করুন