মঙ্গলবার ( ২৬ এপ্রিল ) রংপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে রংপুর জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরীর সভাপতিত্বে- অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মশিউর রহমান রাঙ্গা, মাননীয় সংসদ সদস্য, রংপুর-১ ও হুইপ, জাতীয় সংসদ, আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী, মাননীয় সংসদ সদস্য, রংপুর-২ ।
এসময় আরো উপস্থিত ছিলেন,মেজর জেনারেল মোঃ ফয়জুর রহমান, জিওসি- ৬৬ পদাতিক ডিভিশন, রংপুর সেনানিবাস, মোঃ আবদুল ওয়াহাব ভূঁইয়া, বিভাগীয় কমিশনার, রংপুর, মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, মেয়র- রংপুর সিটি করপোরেশন ।
দেবদাস ভট্টাচার্য, ডিআইজি- রংপুর রেঞ্জ, মোহাঃ আবদুল আলীম মাহমুদ, কমিশনার- রংপুর মেট্রোপলিটন পুলিশ, বাসুদেব বণিক, রংপুর, আসিব আহসান, জেলা প্রশাসক- রংপুর, ডাঃ শামীম আহম্মেদ, সিভিল সার্জন- রংপুর, জনাব মোঃ শওকত আলী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, রংপুর, এফ,এম আহসানুল হক, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, রংপুর ।
এছাড়াও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ ও পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ইফতারের পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতির পিতার পরিবারের সকল শহীদ এবং মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এস.এম/ডিএস
মন্তব্য করুন