গতকাল, শুক্রবার (২৭ শে মে) সন্ধ্যায় বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছোট হাজিপুর ডাংগাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শাহারিয়ার ছোট হাজিপুর ডাংগাপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
বিজ্ঞাপন-১
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। পরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। এরইমধ্যে ওই পুকুরের পানিতে ভাসতে দেখা যায় শাহারিয়ারকে। অত্র গ্রামের লোকজন শিশুটিকে পুকুর থেকে তুলে উপরে নিয়ে আসলে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন বদরগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।
বিজ্ঞাপন- ২
এ ঘটনায় বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা- নুর আলম সিদ্দিক জানান, “পরিবার ও আত্মীয়-স্বজনের কোনো অভিযোগ না থাকায় মৃত শাহারিয়ার মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন