শনিবার (২২অক্টোবর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল-সন্ধ্যা গণ-অনশন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দাবির মধ্যে রয়েছে,২০১৮ সালের নির্বাচনী ইস্তেহারে সরকারি দলের প্রতিশ্রুতি-সংখ্যালঘু সুরক্ষা আইন, বৈষম্য বিলোপ আইন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন,পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের দ্রুত বান্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্যে পৃথক ভূমি কমিশন গঠন।
পঞ্চগড় জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি- কল্যাণ কুমার ঘোষ এর সভাপতিত্বে গণ-অনশন কর্মসূচীতে বক্তব্য রাখেন,
সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক- বাবু বিপেন চন্দ্র রায়; বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের দেবীগঞ্জ উপজেলা সম্পাদক- হরিশ চন্দ্র রায় ও সভাপতি- নবীন চন্দ্র রায়, সদর উপজেলার সভাপতি- নকুল কুমার রায়, তেঁতুলিয়া উপজেলার সভাপতি- ভবেশ কুমার, সাধারণ সম্পাদক- পরিমল কুমার সেন, বোদা উপজেলা সভাপতি- উত্তম কুমার মজুমদার, আটোয়ারী উপজেলার সাধারণ সম্পাদক- কমলেস চন্দ্র ঘোষসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায় বলেন, “সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রতি বাস্তবায়নের দাবিতে যে লড়াই এই লড়াইয়ের অংশ হিসেবে আমরা আজকে সারাদেশের ন্যায় পঞ্চগড়ে সকাল সন্ধ্যা গণ-অনশন কর্মসূচি পালন করছি। আমাদের দাবি মানা না হলে পরবর্তিতে আলোচনা করে কঠোর কর্মসুচি দেওয়া হবে।”
পরে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- আনোয়ার সাদাত সম্রাট এসে প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দিয়ে জুস পান করিয়ে অনশন ভাঙান।
এস.এম/ডিএস
মন্তব্য করুন