গতকাল শুক্রবার (১৫ই এপ্রিল) রাত ০৮ টায়, পঞ্চগড় সদর থানার সাব ইন্সপেক্টর মোঃ শওকত আকবর নেতৃত্বে পঞ্চগড় পৌরসভায় বিশেষ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে পঞ্চগড় পৌরসভা সংলগ্ন করোতোয়া হোটেলের সামনে থেকে মোঃ আজিজুল ইসলাম শুভ (২৫) ও মোঃ বিপ্লব হোসেন (২৯) কে ২৫(পঁচিশ) পিস মাদক জাতীয় ইনজেকশন সহ গ্রেফতার করে।
আটককৃতরা হলেন, পঞ্চগড় সদর থানার মসজিদ পাড়ার মোঃ হাফিজুল ইসলামের পুত্র মোঃ আজিজুল ইসলাম শুভ এবং পৌর খাল পাড়ার হাসান আলীর পুত্র মোঃ বিপ্লব হোসেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিষয়টি নিশ্চিত করে জানান,”উক্ত বিষয়ে পঞ্চগড় সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।”
এস.এম/ ডিএস
মন্তব্য করুন