বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত সোয়া ৯ টায় উপজেলার মাড়েয়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মানিক চন্দ্র রায়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বোদা থানা পুলিশের একটি দল।
অভিযানে মাড়েয়া বাজারের একটি গুদাম ঘর থেকে জুয়া খেলা অবস্থায় সাত জুয়াড়িকে আটক করা হয়।এসময় জুয়ার বোর্ড থেকে দুই বান্ডিল তাস (১০৪ টি) ও ১,৪২০ টকা এবং একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন, মাড়েয়া ইউনিয়নের সরকার পাড়া গ্ৰামের নূরুল ইসলামের ছেলে জাকির হোসেন (৪০), জ্যোতিশ চন্দ্র বর্মনের ছেলে সঞ্জয় বর্মন (৩৬), মৃত ডকারাম বর্মনের ছেলে দেবারু বর্মন (৬৭), মাড়েয়া সর্দার পাড়া এলাকার রাজমোহনের ছেলে মানিক সেন (৫০), মৃত হাফিজ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৫৫), মাড়েয়া কমলাপুকুরী এলাকার জ্যোতিশ চন্দ্র বর্মণের ছেলে বিলাশ চন্দ্র বর্মন (৪৫), মাড়েয়া বটতলী এলাকার ইউনুস আলীর ছেলে আকবর আলী (৪৫)।
জুয়াড়ি আটকের বিষয়টি নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক জানান, “জুয়ার আসর থেকে আটকৃতদের বিরুদ্ধে বোদা থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩ ও ৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন