চাকরি নয় সেবা এই প্রতিপাদ্য কে সামনে রেখে পঞ্চগড়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ-২০২২ শুরু হয়েছে ।
রবিবার (২৭ শে মার্চ) সকাল ৮ টায় পঞ্চগড় পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ-২০২২ এর প্রথম দিনের প্রাথমিক বাছাই প্রক্রিয়া।
প্রথম দিনের নিয়োগ সংক্রান্ত কার্যক্রম শেষে পঞ্চগড় জেলার পুলিশ সুপার, মোহাম্মদ ইউসুফ আলী( বিপিএম-সেবা) ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে আবেদনকারী সংকলকে শুভেচ্ছা জানান ।
পুলিশ সুপার, আবেদনকারী সংকলকে দ্বিতীয় দিনের জন্য প্রস্তুতি নিয়ে মাঠে আসার পরামর্শ প্রদান করেন । এছাড়া তিনি হুঁশিয়ারি দেন কোনরকম আর্থিক লেনদেনে কেউ জড়িত হলে প্রার্থী ও দালাল উভয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে।
তিনি আরো বলেন, প্রার্থীর যোগ্যতাই হবে নিয়োগের একমাত্র মাপকাঠি।
মন্তব্য করুন