রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইক্ষু ক্রয় কেন্দ্রের মাঠে আয়োজিত আখচাষী উদ্বুদ্ধকরনের এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আগাম ও রোপা পদ্ধতিতে আখ চাষ, একর প্রতি আখের ফলন বৃদ্ধি এবং মিলে পরিষ্কার পরিছন্ন আখ সরবরাহের উপরে আলোচনা করা হয়।
প্রবীন আখচাষী বোরহান উদ্দিনের সভাপতিত্ত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও চিনিকলে ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাজাহান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিনিকলের মহাব্যবস্থাপক(কৃষি) মোঃ আবু রায়হান, ডিজিএম মোঃ মঞ্জুরুল ইসলাম, ডিজিএম তাজরুল ইসলাম, সাবজোন প্রধান মোশাররফ হোসেন এবং উপজেলার মাড়েয়া অঞ্চলের আখচাষীরা।
প্রধান অতিথির তার বক্তব্যে জানান, চলতি মৌসুমে সরকার আখের মূল্য প্রতি কুইন্টালে ১০০ টাকা বৃদ্ধি করেছে, এছাড়াও আগামী ২০২৪-২০২৫ মাড়াই মৌসুমের জন্য প্রতি কুইন্টালে আরো ১৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ আগামী মাড়াই মৌসুমে প্রতি মন আখ দুইশত চল্লিশ টাকা দরে ক্রয় করা হবে।
তিনি আরো বলেন, চিনিকল কর্তৃপক্ষ এখন শতভাগ সচ্ছতার সাথে আখ চাষীদের সেবা দিয়ে যাচ্ছে। বর্তমানে ক্যাশ আউট চার্জ ছাড়াই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চাষীদের আখের মূল্যসহ সকল পাওনাদি পরিশোধ করা হচ্ছে। শুধু তাই নয় আখচাষীদের জন্য সুলভ মূল্যে সার কীটনাশক ও অন্যান্য উপকরণ সরবরাহ করা হচ্ছে।
সভায় আখচাষীরা সগার মিল কর্মকর্তাদের সাথে আখচাষের বিষয়ে ঐক্যমত প্রকাশ করেন।
এস.এম/ডিএস
মন্তব্য করুন