গতকাল শুক্রবার ( ১৫ এপ্রিল) রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার এসআই- সুরত চন্দ্র রায়ের নেতৃত্বে পঞ্চগড় সদর উপজেলার ৮নং ধাক্কা-মারা ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করা হয় ।
এসময় ঘাটিয়া পাড়া গ্রামে মোঃ গমির উদ্দিন বসতবাড়ির মাটির তৈরী চুলায় ভেজাল মধু তৈরী করার সময় মোঃ রাজা মিয়া (৪৫), মোঃ জাহিদুল ইসলাম (৬০) ও মোঃ জামিনুর (৩২) কে ২৫ (পঁচিশ) কেজি ভেজাল মধু, ভেজাল মধু, মধু তৈরির সরঞ্জাম, দুইটি পুরাতন ব্যবহৃত মোটরসাইকেল ও একটি পুরাতন ব্যবহৃত বাইসাইকেলসহ আটক করা হয় ।
আটককৃতরা নীলফামারী জেলার উপজেলার শিঙ্গেরগাড়ী জুম্মাপাড়ার, মৃত: পকি মাহমুদ এর পুত্র মোঃ রাজা মিয়া, মৃত সমশের আলীর পুত্র মোঃ জামিনুর রহমান ও মোঃ জাহিদুল ইসলাম ।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, “উক্ত বিষয়ে পঞ্চগড় সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন