বুধবার (২৫ শে মে ) দুপুর ৩ টা ৩০ মিনিটে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার শ্রীরামপুর মালভবানীপুর শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি জনগনের মাঝে মাদকের ব্যবহার নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ হ্রাস, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জের ডিআইজি- দেবদাস ভট্টচার্য্য (বিপিএম) ।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলার পুলিশ সুপার- মোহাম্মদ আনোয়ার হোসেন, (বিপিএম, পিপিএম-বার)।
এছাড়াও অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা , নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, শিশু উন্নয়ন প্রকল্পের সদস্যগণ সহ নৃ-গোষ্ঠির জনসাধারণ।
আলোচনার মূল বিষয়বন্তু অনুযায়ী প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিগণ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি জনগনের মাঝে মাদকের ব্যবহার নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ হ্রাস, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সংক্রান্ত আলোচনা করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রংপুর রেঞ্জের ডিআইজি- দেবদাস ভট্টাচার্য বলেন, “মাদক সেবনকারী প্রতিটি ব্যক্তি নিজেরা যেমন ধ্বংস হচ্ছেন, একই সাথে তারা বিপর্যস্ত করে তুলছেন তাদের পরিবারের সদস্যদের জীবন। তাই এই মাদক থেকে আমাদের দুরে থাকতে হবে।”
উল্লেখ্য, আলোচনা সভা শেষে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কয়েকটি পরিবারের খোঁজ খবার নেন এবং সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গঠন করার লক্ষে লেখাপড়ায় উৎসাহী করার অনুরোধ করেন।
এস.এম/ডিএস
মন্তব্য করুন