এই স্লোগান কে সামনে রেখে দিনাজপুরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল, বৃহস্পতিবার (১৯ই মে) বিকাল ৩ টায় জেলা শিশু একাডেমি মিলনায়তনে ,”শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের অধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), জেলা পরিষদ প্রশাসক- বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইমাম চৌধুরী ।
এস.এম/ডিএস
মন্তব্য করুন