মঙ্গলবার (২৬ শেষ জুলাই) বিকেলে শালবাহান ইউনিয়নের সুরমা এন্ড পূর্নিমা টি ফ্যাক্টরি ও রয়েল টি ফ্যাক্টরি নামের দুইটি চা কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।
অভিযান পরিচালনাকালে, জেলা কাঁচা চা পাতার মূল্য নির্ধারণী কমিটির সর্বশেষ নির্ধারিত মূল্য ১৮ টাকার চেয়ে কম মূল্যে কৃষকদের কাছ থেকে কাঁচা চা পাতা কেনা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রত্যেককে ৬ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।
তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এস.এম/ডিএস
মন্তব্য করুন