রবিবার (১৫ মে) বিকাল ৪.০০টায় তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: মজাহারুল হক প্রধান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, কাজী মাহমুদুর রহমান । এছাড়াও বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় তেঁতুলিয়া ইউনিয়ন বনাম বাংলাবান্ধা ইউনিয়ন অংশগ্রহণ করে। এতে দুটি দল ১-১ গোলে অপরাজিত থাকায় খেলা শেষে পেনাল্টি শুট-আউট/টাইব্রেকারে বাংলাবান্ধা ইউনিয়ন জয় লাভ করে।
খেলা শেষে অতিথিগণ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও শুভেচ্ছা উপহার বিতরণ করেন।
এস. এম/ ডিএস
মন্তব্য করুন