শনিবার (২ এপ্রিল), পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার দর মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
তেঁতুলিয়ার ভজনপুর বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা, মজুদ ও গুণগত মান যাছাই করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা লংঘনের দায়ে ৩ জন ব্যবসায়ীকে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী বিচারক, সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ প্রদান করেন।
তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, “রমজান মাসে দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারি নির্দেশনা মোতাবেক বাজার মনিটরিং কার্যক্রম জোরদার ও অব্যাহত রাখা হবে।”
এসএম/ডিএস
মন্তব্য করুন