রাজশাহীর বাঘায় পদ্মার চকরাজাপুর ইউনিয়নের মেম্বার ফজলু শেখকে তারই ভাতিজি জামাই জাবেদ আলী হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে। তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) ইফতারের আগে চকরাজাপুরের দাদপুর বাজারে এ ঘটনা ঘটেছে।
আহত ফজলু শেখ চকরাজাপুর চরের গোপাল শেখের ছেলে ও ৪ নম্বর ওয়ার্ড মেম্বার। উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে পদ্মার মধ্যে দাদপুর চর।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঘার দুর্গম চকরাজাপুর ইউনিয়নের দাদপুর বাজারের পল্লি চিকিৎসক আনোয়ার হোসেনের দোকান থেকে ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলেন ইউপি মেম্বার শ্বশুর ফজলু শেখ। এ সময় কালিদাশখালি চরের আয়নাল হকের ছেলে জামাই জাবেদ আলী ও তার ভাই সমেজ আলীসহ ৬-৭ জন হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারপিট করে। তাদের মারপিটে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, লোকমুখে ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব। তথ্যসূত্র : যুগান্তর।
আর/ডিবিএস
মন্তব্য করুন