বুধবার (৭ ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের নওখৈড় গ্রামের তালতলাপাড়ায় এ ঘটনা ঘটে। মৃতরা উপজেলার নওখৈড় গ্রামের বাকুপাড়ার আব্দুল মামুদ (৩৫) ও একই এলাকার মৌলভীপাড়ার সাইদুর রহমান (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তালতলাপাড়ার আমেরিকা প্রবাসী মোঃ. মিলনের পাকা বাড়ির নির্মাণকাজ চলছে। কয়েক দিন আগে বাড়ির সেপটিক ট্যাঙ্কের ছাদ ঢালাই হয়েছে। বুধবার সকালে আলতাফ হোসেন নামের এক রাজমিস্ত্রি শ্রমিক ঢালাইয়ের কাঠ খুলতে ট্যাঙ্কে নামেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বের না হলে দুই ভ্যানচালক মামুদ ও সাইদুর তাকে উদ্ধার করতে নামেন ভেতরে।
তাদেরও বের হতে দেরি হলে স্থানীয়রা ট্যাঙ্কের একটি অংশ ভেঙে মামুদ ও সাইদুরকে মৃত অবস্থায় এবং আলতাফকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। আলতাফকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, “মরদেহ দুটি এখনো ঘটনাস্থলেই আছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন