পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়ার ঘাটে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬৫ তে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের তরফ থেকে এসব তথ্য জানানো হয়।
উপজেলার করতোয়া নদীতে আউলিয়ার ঘাটে নৌকাডুবিতে তৃতীয় দিনের মতো উদ্ধার কাজ চলছে। এতে নতুন করে আরো ১৪ টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জানা গেছে, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ৬৫ টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনাস্থল পরিদর্শন করেন রেলপথ মন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী
এছাড়া বীরগঞ্জ থানায় সনাক্তবিহীন ২টি (নারী) লাশ রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
উল্লেখ্য,, গতকাল রবিবার (২৫ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটে। মহালয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে নৌকায় অতিরিক্ত যাত্রী উঠার ফলে এ দুর্ঘটনা ঘটে।
মন্তব্য করুন