বাংলাদেশ ব্যাংকের চতুর্থ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (৩০ জুন) বিকেলে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের চতুর্থ তলায় এই দূর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত্র ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক সংবাদমাধ্যমকে জানান, বাংলাদেশ ব্যাংকের চতুর্থ তলায় আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ছুটে যায়।
এর কিছুক্ষণ পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট যোগ হয়ে আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালায়।
ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।
আরো পড়ুন: পুলিশের অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ৬৪ জন
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
চতুর্থ তলায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দফতর রয়েছে।
এস.ডিবিএস
মন্তব্য করুন