পঞ্চগড়ের দেবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর সাড়ে বারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুরাব হোসেন।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাইফ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ শিরিন আক্তার, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি সুমন পাল, পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য উমাপতি রায়, পুজা উদযাপন পরিষদের দেবীগঞ্জ উপজেলা সভাপতি পরিমল দে সরকার ও সাধারণ সম্পাদক কমল চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দেবীগঞ্জ উপজেলা সভাপতি নবীন চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়, কল্যান ফ্রন্টের প্রতিনিধি প্রেমাশিস দাস, উপজেলা জামাতের আমির আবুল বাশার বসুনিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন তবারক, উপজেলার ১১৬টি পুজা মন্ডবের সভাপতি ও সম্পাদকবৃন্দ।
প্রস্তুতিমূলক সভায় পুজার নিরাপত্তার বিষয়েে ক্যাম্প কমান্ডার নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এস.এম/ডিএস
মন্তব্য করুন