শনিবার (২০ জুন) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘তারুণ্য গড়বে পঞ্চগড়’ নামক সংগঠনের ব্যানারে আয়োজিত মতবিনিময় সভায় এক মাদ্রাসা শিক্ষার্থীর করা বেকারদের কর্মসংস্থান সংক্রান্ত প্রশ্নের জবাবে একথা বলেন সাদ্দাম হোসেন।
সাদ্দাম হোসেন বলেন, বর্তমান প্রেক্ষাপটে বেকারত্ব দূরীকরণে কারিগরী শিক্ষা বা কর্ম উপযোগী শিক্ষা, জীবনমুখী শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ। এটিকে আমাদের লাইভ স্টাইলের অংশ হিসেবে পরিণত করতে হবে। কারিগরী শিক্ষায় অধিক সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমি মাদ্রাসায় পড়ি, স্কুলে পড়ি, কলেজে পড়ি, বিশ্ববিদ্যালয়ে পড়ি সবারই কিছূ দক্ষতা অর্জন করতে হবে। আমি শুধুমাত্র বই পড়লাম, বাংলা, ইংরেজি, ম্যাথ, ফিক্সিসে নাম্বার পেলাম এটা না, আমার কিছু প্রাকটিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে যে আমি এই কাজটি করতে পারি।
ছাত্রলীগ সভাপতি বলেন, পৃথিবীর বড় বড় দেশের বিশ্ববিদ্যালয়ে পড়া লেখার পাশাপাশি অন্য কাজ করে সেখান থেকে টিউশন ফি নিচ্ছে। আমাদের বাংলাদেশে এখনো সেই কালচার তৈরি করতে পারে নি। পার্ট টাইম কাজ আমরা কেউ করি না, অধিকাংশ সময় আমরা বাবা-মায়ের টাকায় পড়ালেখা করি। আমাদের এধরনের স্কিল থাকতে হবে যাতে করে আমাদের সরকারি চাকরির মুখাপেক্ষী হতে না হয়, আমারা নিজেরাই যাতে স্বাবলম্বী হতে পারি। যেমন: আমাদের যারা ফ্রিল্যান্সিং করছে তাদের কী কেউ চাকরি দিচ্ছে ? তারা বাসায় বসে কাজ করছে। প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আমাদের এধরনের সফট স্কিল গুলো জানা প্রয়োজন।
সাদ্দাম হোসেন আরো বলেন, আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা যেমন সাথে মুধুর কন্ঠে, সুরলিত সুরে কোরআন তেলাওয়াত করবে ঠিক একইসঙ্গে তারা কম্পিউটার চালানো, আইটি ট্রেনিং এবং বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং স্কিল তারা অর্জন করবে। এই শিক্ষাকে যদি আমরা আমাদের মূল ধারার শিক্ষায় অন্তর্ভুক্ত করতে পারি তাহলে আমাদের ছেলেমেয়েরা দক্ষ হয়ে উঠবে এবং সেটির মাধ্যমে বেকারত্ব সমস্যার সমাধান হবে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের যে চ্যালেঞ্জ আগামীতে আসছে সেটি আমরা মোকাবেলা করতে পারবো।
মতবিনিময় পর্ব শেষে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় সর্বোচ্চ উত্তরদাতাকে পুরস্কার হিসেবে ল্যাপটপ উপহার দেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। এছাড়া অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়।
মতবিনিময় সভা এবং কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী এবং তারুণ্য গড়বে পঞ্চগড় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আর.ডিএস
মন্তব্য করুন