পঞ্চগড়ের দেবীগঞ্জে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ছয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে আটটায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা বাজারে উপ-পরিদর্শক এরশাদ হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল।
অভিযানে টাকাহারা বাজারে অবস্থিত মফিজের চায়ের দোকানে জুয়ার আসর থেকে নগদ ১৩ হাজার ১০০ টাকা, জুয়ার হিসাব রাখার খাতা সহ ছয় জুয়াড়িকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, দেবীডুবা ইউনিয়নের টাকাহারা এলাকার বিমল রায়ের ছেলে মানিক রায়(২১), একই এলাকার মৃত: জহুর দ্দিনের ছেলে রফিক ফকির(৩৩), আব্দুল হালিমের ছেলে বেলাল হোসেন (২১), পার্শ্ববর্তী শালডাঙ্গা ইউনিয়নের তেলিপাড়া এলাকার হেমন্ত কুমারের ছেলে অজয় রায়(২৬), একই এলাকার মৃত: সিদ্দীকের ছেলে রাজ্জাক আলী(২৫) এবং টাকাহারা এলাকার আব্দুস সাত্তারের ছেলে মিজানুর রহমান (২৭)।
এঘটনায় মফিজ উদ্দিন সহ আরো অজ্ঞাত ৩/৪ জন পলাতক রয়েছেন।
দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল হোসেন বলেন, “জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩ ও ৪ ধারা অনুযায়ী মামলা দায়ের প্রস্তুতি চলছে। আগামীকাল আটকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন