পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী অনলাইনে মনোনয়ন দাখিল করেছেন।
রবিবার (২১ এপ্রিল) দুপুরে দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীদের তালিকা প্রকাশ করে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়।
দেবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে পাঁচ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ছয় জন এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ, উপজেলা বিএনপির আহ্বায়ক রহিমুল ইসলাম বুলবুল, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রাজু আহম্মেদ মিঠু, শালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মদন মোহন রায় ও বর্তমান উপজেলা চেয়ারম্যানের ছেলে মখদুম মাসুম মাশরাফি যুক্তি।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু, পামূলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর রায়, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মনু ও মোঃ নজরুল ইসলাম।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার লাকী, সেলিনা আক্তার ও মোছাঃ জামিলা খাতুন অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
দেবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মোঃ আহ্সান হাবিব জানান, “দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন জন, ভাইস চেয়ারম্যান পদে ছয় জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাছাই বাছাই, আগামী ৩০ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ২ মে দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।”
এস.এম/ডিএস
মন্তব্য করুন