ডেস্ক রিপোর্ট
২০ ফেব্রুয়ারী ২০২৪, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েলে বিষ প্রয়োগের অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েলের পানিতে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীসহ স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় অসুস্থতার কোন খবর পাওয়া যায় নি।

গত রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটে। এ ঘটনায় উপজেলা প্রশাসন বিষয়টি অধিকতর তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, বিদ্যালয়ে থাকা শিশু শিক্ষার্থীদের জন্য খাবার পানির টিউবওয়েলে দুষ্কৃতিকারীরা ফসলে ব্যবহৃত কীটনাশক প্রয়োগ করেছে। রোববার দুপুরে ওই টিউবওয়েলে পানি খেতে গিয়ে আনন্দ নামে এক চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী পানিতে বিষাক্ত দুর্গন্ধ পেয়ে শিক্ষকদের অবগত করলে টিউবওয়েলটি সাময়িক বন্ধ করে দেয়া হয়। বিষয়টি বিদ্যালয়সহ পুরো এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থীসহ স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করতে দেখা যায়।

এবিষয়ে বিদ্যালয়ে অধ্যয়নরত শিশু শিক্ষার্থী আনন্দ বলেন, আমাদের বিদ্যালয়ের দুই শিক্ষার্থী টিফিন টাইমে টিউবওয়েলের পানি নিতে যায়। এসময় তারা পানিতে ফেনা ও দুর্গন্ধ পায়। এসময় পাশে আমি দুর্গন্ধ পেয়ে পানি দেখে তাদের খাইতে নিষেধ করে স্যারদের জানাই।

শিক্ষার্থী দৃষ্টি রানী বলেন, এই ঘটনার পর থেকে আমরা টিউবওয়েলের পানি খেতে পারছি না। আমাদের মা-বাবারাও ভয়ে আছে। আমরা অনেকেই বাড়ি থেকে পানি এনেছি। আবার স্যার-ম্যাডাম বাইরে থেকে পানি বালতিতে এনে রেখেছে আমাদের জন্য।

তবে অভিভাবক ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, দুষ্কৃতিকারীরা যে ঘটনা ঘটিয়েছে, এটি ন্যাক্কারজনক। আমাদের এই শিশু শিক্ষার্থীরা কি দোষ করেছে। যদি এই পানি খেয়ে আমাদের কোনো শিশু শিক্ষার্থী মারা যেত তাহলে কি একটা অবস্থা তৈরি হতো ভেবে ভয় লাগছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের কঠোর বিচার দাবি করছি।

মৌমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোশন আক্তার বলেন, সব শিক্ষার্থী ভয়ে আছে, সঙ্গে অভিভাবকরাও ভয়ের মধ্যে আছে। না জানি কে কখন কোন বিপদে পড়ে যায়। তবে আমরা অনেকদিন ধরে লক্ষ্য করছি রাতে বিদ্যালয়ের বারান্দায় অবস্থান নেয় মাদক সেবনকারীরা। তারা দীর্ঘসময় অতিবাহিত করেন, মূলত তারাই এই ঘটনাটি ঘটাতে পারে।

এবিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম বলেন, খবর পেয়ে আমরা ও পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় পুলিশ কিছু আলামত সংগ্রহ করে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এবং পুলিশ একটি সাধারণ ডায়েরি করেছে। এদিকে বিষয়টি তদন্তে ঘটনার দিন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটির দায়ের করা প্রতিবেদনে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

তথ্যসূত্র: সময় টিভি

এস.এম/ডিএস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ডিকেট ভাঙতে ৫৩ টাকায় আলু বিক্রি শুরু করলো প্রশাসন 

দেবীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দেবীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি 

পঞ্চগড়ে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে পুলিশ সুপারের প্রস্তুতিমূলক সভা

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭০ বছর বয়সী বৃদ্ধার

দেবীগঞ্জে সেনা অভিযানে বিদেশি মদসহ দুই মাদকসেবী আটক 

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর

দেবীগঞ্জে দূর্নীতিবাজ সহকারী প্রধান শিক্ষকের বদলির দাবিতে বিক্ষোভ মিছিল 

দেবীগঞ্জে দেখা মিলল ফ্লেমিংগো পাখির

১০

পঞ্চগড়ে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ৯০ তম তিরোধান দিবস পালিত

১১

দেবীগঞ্জে সরকারি খাস জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান

১২

দেবীগঞ্জে আন্তর্জাতিক নদীগুলোর ন্যায্য হিস্যার দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল 

১৩

দেবীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

১৪

বৃক্ষরোপণের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো ‘দেবীগঞ্জ স্টুডেন্ট সোসাইটি অব ঢাকা’

১৫

দেবীগঞ্জে বিএনপির শান্তি মিছিল 

১৬

হাজারো কর্মী নিয়ে শুকরানা নামাজ আদায় করলো জামায়াত ইসলামী 

১৭

দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন 

১৮

দেবীগঞ্জে আনসার ও ভিডিপির বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন

১৯

বিদায় বেলা শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হলেন প্রধান শিক্ষক 

২০