দেবীগঞ্জ সংবাদে “পরিপত্র অমান্য করে অর্ধ স্কুল পরিচালনা করছেন প্রধান শিক্ষক” শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় (এন.এন ) কর্তৃপক্ষ। এখন নিয়ম মেনে প্রতিদিন টিফিনের পর ক্লাস নিচ্ছেন শিক্ষকরা।
জানা গেছে, পঞ্চগড়ের দেবীগঞ্জে টেস্ট পরীক্ষার দোহাই দিয়ে সরকারি সময়সূচি সকাল ১০ টা থেকে বিকাল ৪ টার পরিবর্তে দুপুর ১ টায় টিফিন পিরিয়ডে স্কুল ছুটি দেয়ার অভিযোগ উঠেছিলো নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলামের বিরুদ্ধে।
গত ৮ অক্টোবর সরজমিনে গিয়ে দেখতে পাওয়া যায়, দুপুর ১২ টায় বেশ কিছু শিক্ষার্থী বাসায় চলে যাচ্ছে। কেউ কেউ রাস্তায় ঘুরাঘুরি করছে। এছাড়া দুপুর ১ টার সময় ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির সকল শিক্ষার্থী বাসায় চলে যাচ্ছে। বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলা হলে তারা জানায় নিয়মিত টিফিনের সময় ছুটি দিয়ে দেয়া হচ্ছে।
শিক্ষার্থীরা জানান, শিক্ষক সংকট এবং টেস্ট পরীক্ষার অযুহাতে টিফিনের পর স্কুল ছুটির বিষয়টি পত্র পত্রিকায় প্রকাশের পর গত সোমবার (০৯ অক্টোবর) থেকে নিয়মিত সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ক্লাস নেয়া হচ্ছে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক নবম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, “আগে প্রতিদিন টিফিন পিরিয়ডে ছুটি দেয়া হতো। ০৯ তারিখ থেকে প্রতিদিন টিফিনের পর ক্লাস হচ্ছে।”
সপ্তম শ্রেণির আরেক শিক্ষার্থী জানায়, “টেস্ট পরীক্ষার কারনে অক্টোবরের শুরু থেকেই টিফিনের সময় ছুটি দেয়া হতো। তবে সোমবার থেকে নিয়মিত ক্লাস হচ্ছে এবং টিফিনও দেয়া হচ্ছে।”
লিয়াকত আলী বসুনিয়া নামে এক অভিভাবক বলেন, “আমার ছেলের কাছ থেকে জানতে পারি অক্টোবরের শুরুতে বেশ কিছুদিন টিফিনের সময় স্কুল ছুটি হয়ে যেত। তবে ইদানিং আবার বিকাল ৪ টা পর্যন্ত নিয়মিত ক্লাস হচ্ছে, টিফিনও দিচ্ছে। এটা সত্যি ভালো একটা খবর। এতে করে শিক্ষার্থীরা পড়ালেখার মধ্যে থাকতে পারবে।”
ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক প্রত্যাশা টেস্ট পরীক্ষা এবং শিক্ষক সংকটের অযুহাতে আর যেন কখনো শিক্ষার্থীদের টিফিন পিরিয়ডে ছুটি দেয়া না হয় এবং নিয়ম মেনে যেন ক্লাস নেয়া হয় শিক্ষার্থীদের।
এস.এম/ডিএস
মন্তব্য করুন