দিবসটি উপলক্ষে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা লিগ্যাল এইড কমিটি এবং আরডিআরএস বাংলাদেশ-এর যৌথ আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান- মোঃ বাবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবীগঞ্জ সহকারী কমিশনার(ভূমি)- গোলাম রব্বানী সরদার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরডিআরএস দেবীগঞ্জ এলাকা ব্যবস্থাপক- মোঃ বাবলুর রহমান, আরডিআরএস বাংলাদেশ এর দেবীগঞ্জ এলাকার লিগ্যাল এইড প্রতিনিধি- মতিউর রহমান মিঠু, দেবীগঞ্জ থানা পুলিশের কর্মকর্তাসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আরডিআরএস বাংলাদেশ’র লিগ্যাল এইড সূত্র জানায়, এ পর্যন্ত দেবীগঞ্জ উপজেলায় ১৫ টি মামলা লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। আরো ৭৮টি মামলা চলমান আছে। এছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির মধ্যে সমন্বয় এবং রেফারেল পদ্ধতির প্রক্রিয়ায় গতিশীলতা আসলে লিগ্যাল এইডে মামলা প্রেরণ বৃদ্ধি পাবে এবং নিষ্পত্তির পরিমান বাড়বে।
এস.এম/ডিএস
মন্তব্য করুন