বৃহস্পতিবার ( ২৪ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের শতদল আদর্শ গ্ৰামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট- সোহাগ চন্দ্র সাহা।
এসময় জুয়েল নামের এক ব্যক্তিকে তার নিজ বাসা থেকে গাঁজা সহ আটক করা হয়। আটককৃত জুয়েল গাঁজা সংরক্ষণ ও সেবনের কথা স্বীকার করায় তাকে তাৎক্ষনিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৯ ধারার ১(খ) উপধারা লংঘনের দায়ে এবং একই আইনে ৩৬ ধারার ১নং উপধারায় বর্ণিত সারণির ১৯নং ক্রমিকের ৩নং কলামের (ক) অনুচ্ছেদ অনুযায়ী ২ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা অর্থদন্ড ও অর্থ অনাদায়ে আরো ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট- সোহাগ চন্দ্র সাহা।
দণ্ডপ্রাপ্ত জুয়েল তেঁতুলিয়া ইউনিয়নের কলোনীপাড়া শতদল আদর্শ গ্রামের আব্দুল গফুরের পুত্র।
এস.এম/ডিএস
মন্তব্য করুন