আগামী সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটকে মনোনয়ন না দেয়ায় সড়ক অবরোধ করে তার কর্মী-সমর্থকরা। এতে প্রায় চার ঘন্টা বন্ধ থাকে যান চলাচল।
রোববার(২৬ নভেম্বর )বিকেল ৪টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদীয় পঞ্চগড় ১ আসনে নাঈমুজ্জামান ভূঁইয়া মূক্তার নাম ঘোষণার পরপরই তারা তাকে প্রত্যাখান করে পঞ্চগড়- বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে শুয়ে সড়ক অবরোধ করে রেখেছে।
তাদের দাবি পঞ্চগড় এক আসনের জন্য সৎ যোগ্য প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট। তারা বলছেন যোগ্য ব্যক্তিকে মনোনয়ন না দিয়ে হাইব্রিড ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই তারা সম্রাট কে এই আসনের জন্য দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন তারা।
এদিকে এই আসনটিতে বাদ পড়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগরে সিনিয়র সহ সভাপতি মজাহারুল হক প্রধান এমপি।
এদিকে বাংলাদেশ আ’লীগেী দলীয় মনোনয়ন পেলেন জেলা আ’লীগের সহ-সভাপতি নাইমুজ্জামান ভূইয়া মুক্তার নাম ঘোষনার পরপরই তার কর্মী সমর্থকরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।
এস.এম/ডিএস
মন্তব্য করুন