মঙ্গলবার (২৯ মার্চ) অলদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের পক্ষ থেকে সদ্য পদোন্নতি পাওয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান এবং ১৭ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করা প্রধান শিক্ষক পিয়ারী বেগম কে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সিংহের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান ।
বিশেষ অতিথি হিসেবে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সলিমুল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার স্বদেশ চন্দ্র রায়,১৭ নং দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পিয়ারী বেগম সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ ।
{ বিজ্ঞাপন }
উল্লেখ্য, দেবীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা প্রত্যয় হাসান সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের একান্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন এবং পিয়ারী বেগম ১৭ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্ৰহন করেন ।
{ বিজ্ঞাপন }