কৈশোরে চুল পড়ার কারণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২২ | ২:১৮ 63 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২২ | ২:১৮ 63 ভিউ
Link Copied!

বিভিন্ন কারণে কম বয়সেই চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে।

চুল পড়া বা টাক হওয়ার বিষয়টা ভাবলেই সাধারণত প্রাপ্ত বয়স্কদের কথা মনে হয়। তবে অনেকক্ষেত্রেই কিশোর-কিশোরীরাও চুল হারাতে শুরু করে।

 

এই বিষয়ে টাইমসঅবইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে ভারতের ত্বক বিশেষজ্ঞ ডা. সতিশ ভাটিয়া বেশ কয়েকটি কারণ উল্লেখ করেন।

 

১. হরমোনের পরিবর্তন।

২. অপর্যাপ্ত পুষ্টি।

৩. অতিরিক্ত মানসিক চাপ।

৪. ওষুধ।

৫. অতিরিক্ত স্টাইলিং।

৬. ট্র্যাকশন অ্যালোপেসিয়া (শক্ত করে চুল বাঁধা বা কোনো কারণে টান লাগা থেকে চুল পড়া)।

৭. অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া (বিভিন্ন কারণে মাথার মধ্যভাগ থেকে চুল পড়া)।

৮. অ্যালোপেসিয়া এরিয়াটা (রোগ প্রতিরোধ ব্যবস্থার বিপরীত প্রতিক্রিয়া কারণে চুল পড়া)।

৯. ট্রিকোটিলোম্যানিয়া (চুল টানার অভ্যাস)।

১০. স্বাস্থ্যগত সমস্যা।

১১. কোভিড।

 

টেলোজেন বা শেডিং পর্যায় হল চুল বৃদ্ধি চক্রের সময়ের বিশ্রাম পর্যায়।

 

ডা. সতিশ বলেন, “এই টেলোজেন অবস্থা অনেক সময় স্বাভাবিক সময়ের চেয়ে দীর্ঘ হয়। বিশেষ করে কোভিড থেকে ভালো হওয়ার পর এই অবস্থা অনেকের মাঝেই দেখা গেছে। যে কারণে চুল পড়ার মাত্রা বৃদ্ধি পায়। অন্যদিকে চুল গজায় দেরিতে।”

 

কৈলোরে জীবন জ্ঞান অর্জন ও উপভোগের মাধ্যমে কাটাতে হবে, এই সময়ে চুল পড়া নিয়ে খুব একটা চিন্তা করার প্রয়োজন নেই।

 

বয়স বিশের গোড়ায় চুল পড়ার সমস্যা সাধারণত হরমোনের পরিবর্তন, ওষুধ, শক্ত করে চুল বাঁধা, স্টাইল করা বা প্রদাহ ইত্যাদির কারণে হয়ে থাকে।

 

তবে চুল পড়া সমস্যা খুব বেশি দেখা দিলে যে কোনো কেশ বা চর্ম বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা যেতে পারে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
দেবীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দেবীগঞ্জে রেলমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণ দেবীগঞ্জে ইজারা ছাড়াই চলছে বালু উত্তোলন, ব্যবস্থা গ্রহণে প্রশাসনে ধীর গতি  তীব্র গরমে শিক্ষার্থীদের ফলের শরবত তৈরি করে খাওয়ালেন শিক্ষক  নতুন আন্তঃনগর ট্রেন হিসেবে যাত্রা শুরু করলো ‘চিলাহাটি এক্সপ্রেস’ দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে ৮ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই   দেবীগঞ্জে আওয়ামী লীগ সভাপতির সংবাদ সম্মেলন পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলেসহ নিহত ৩ দেবীগঞ্জে বঙ্গবন্ধুর “জুলি ও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন দেবীগঞ্জে প্রথমবারের মতো ভূমি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দেবীগঞ্জে কমিটি অনুমোদনের ৫ দিন পরেই স্থগিত! দেবীগঞ্জে রসায়ন শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে হেরোইনসহ নারী গ্রেফতার সাহিত্য দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক হলেন কবি রুদ্র আমিন দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত হাজার টাকা অর্থদণ্ড দেবীগঞ্জে মুড়িতে হাইড্রোজ ও সাল্টু ব্যবহারের অপরাধে ভোক্তার জরিমানা দেবীগঞ্জে ‘মা দিবস’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে লটারির ড্র বন্ধে ক্রেতাদের মাথায় হাত, ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে হতদরিদ্র পরিবারের সর্বস্ব পুড়ে ছাই