সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাসভবনে বোমা হামলার হুমকি দিয়েছে ইসরাইল।
ইসরায়েলের অভিযোগ দামেস্ক দিয়ে অস্ত্রের চালান যাচ্ছে ইরানে । ইরানের এ তৎপরতা বন্ধ না করলে সিরিয়ার প্রেসিডেন্টের বাসভবনে হামলার ওই হুমকি দিয়েছে তেলআবিব। খবর আরব নিউজের।
গত সপ্তাহে দামেস্ক বিমানবন্দরে ইসরাইল ব্যাপক বোমাবর্ষণ করে। পরে এর কারণ হিসেবে তেলআবিব জানায়, ইরান এ বিমানবন্দর দিয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নিচ্ছিল তেহরানে।
এ প্রচেষ্টা বাধাগ্রস্ত করতেই বিমানবন্দরটিতে বোমাবর্ষণ করা হয়েছে। ইসরাইলের অভিযোগ, ইরান ৭০ শতাংশ অস্ত্র দামেস্ক বিমানবন্দর দিয়ে আমদানি করছে।
আরো পড়ুন : সাইকেল চালাতে গিয়ে রাস্তায় উল্টে পড়লেন জো বাইডেন
এ বোমাবর্ষণের মধ্য দিয়ে সিরিয়াকে সতর্ক করছে বলে জানায় তেলআবিব। ইরানে অস্ত্র পাঠানো বন্ধ না হলে পরে বাশারের বাসভবনে বোমা হামলা হবে বলে হুমকি দিয়েছে ইসরাইল। তবে এ ব্যাপারে মুখ খোলেনি সিরিয়া।
আর.ডিবিএস
মন্তব্য করুন