নিস্তেজ বৈষম্যহীন নির্ঘুম যাত্রী যখন
মায়ায় পড়ে উড়তে চায়,
পাহাড়ের ঝর্ণা,খোদাই করা রাস্তা
বিশাল আকৃতির বৃক্ষ খুঁজে পায়।
হলুদ রঙের পাখি ,
মিষ্টি সুরের ডাক,
চাঞ্চল্যকর পরিস্থিতি
গতি থামাতে বলে হলুদ পাখি।
মনের আশ্বাস ,বিশ্বাস ,
গহীন পূর্ণতা নিয়ে
উড়তে ইচ্ছে হয়
উত্তর বঙ্গ থেকে দক্ষিণ বঙ্গে।
এতো মিষ্টি ডাক, পরিচয় পর্বের মায়া,
বারবার ফিরে তাকানোর মাঝে ইচ্ছে হয়,
হলুদ পাখি যাবে কি আমার সঙ্গে?
অঢেল পাখির মাঝেও
হলুদ পাখিটি অতি পরিচিত,
ভিড়ের মাঝে অচেনা পাখিকে
কিভাবে করলো চিহ্নিত?
অরণ্যের মাঝে বৃষ্টির ঝলকানিতে
সবুজ বৃক্ষে হলুদ পাখিটি
নিমিষেই উজ্জ্বলতা বৃদ্ধি পায়,
হলুদ পাখি যে আমার খুব প্রিয়
পাখিটি তা,
খুব তারাতারি বুঝে যায়।
কল্পনায় আঁকা স্বপ্ন ছিল
হলুদ পাখির সাথে
চুটিয়ে সময় কাটাবো,
যানজটের এই শহরে
স্বপ্নের ইচ্ছেগুলো
এক নিমিষেই বদলে দিলো।
ফিরতে হলো হলুদ পাখিকে রেখে
দক্ষিণ বঙ্গ থেকে উত্তর বঙ্গে,
হলুদ পাখি যেতে চেয়েও
যেতে পারেনি ভালোবাসার পাখিটির সঙ্গে ।
আর.ডিএস