সম্প্রতি ঘটে যাওয়া যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১৮ জনই শিশু। ২৪ মে বেলা সাড়ে ১১টার দিকে টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার পরই গভীর শোক প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিহতদের স্মরণে তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেন তিনি। ঘটনাটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানান বার্তা দিয়ে সরব হয়েছেন হলিউড থেকে বলিউডের তারকারাও।
শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুক হামলার ঘটনায় সেলেনা গোমেজ, টেইলর সুইফট, প্রিয়াঙ্কা চোপড়া, স্বরা ভাস্কর সবাই ক্ষোভ প্রকাশ করেছেন। গায়িকা সেলেনা গোমেজ লিখেছেন, ‘ভাবতেই পারছি না, আমার নিজের শহরে এমন বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ১৮ জন ছোট শিশুর প্রাণ গেল এ ঘটনায়। শিক্ষাপ্রতিষ্ঠানে যদি শিশুরা সুরক্ষিত না থাকে, তাহলে কোথায় থাকবে? এমন ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে নেতাদের কাছে অনুরোধ করছি।’
টেক্সাসের ওই স্কুলে হামলার মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘ভয়ংকর! এ ঘটনায় শুধু সমবেদনাই যথেষ্ট নয়, আরও অনেক পদক্ষেপ নেওয়া জরুরি।’ এদিকে প্রশ্ন থেকেই যায়, ব্যবস্থা কিংবা পদক্ষেপ নেয়ার কথা বলে প্রিয়াঙ্কা ও সেলেনা কি যুক্তরাষ্ট্রের অস্ত্র আইনের প্রতি ইশারা করেছেন?
সূত্র: ইন্ডিয়া টুডে