প্রবাসী স্বামী ও তাঁর স্ত্রীকে ঘিরে গল্পটি তৈরি হয়েছে ।
অনেক দিন পর ছোট পর্দায় এক সঙ্গে জুটি বেঁধে কাজ করলেন মোশাররফ করিম ও বিদ্যা সিনহা মিম। ‘মনের মানুষ’ নামে একটি টেলিছবিতে দেখা যাবে তাঁদের দুজনকে। একসময় মোশাররফ করিমের সঙ্গে নিয়মিত কাজ হয়েছে মিমের। সিনেমায় নিয়মিত হওয়ার পর সাত-আট বছর একসঙ্গে কাজ হয়নি তাঁদের।
এ ব্যাপারে মিম বলেন, ‘সিনেমায় নিয়মিত হওয়ার আগে মোশাররফ ভাইয়ের সঙ্গে অনেক কাজ করেছি। প্রায় আট বছর পর আবার তাঁর সঙ্গে কাজ করলাম। কয়েক বছর ধরে বছরের বিশেষ দিনগুলোর জন্য ছোট পর্দার এক-দুটি কাজ করা হচ্ছে। সেই সুযোগে আবারও মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ হলো।’
অনেক দিন পর মোশাররফ করিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বড় পর্দার এই নায়িকা বলেন, ‘মোশাররফ করিম ভাই একজন সিনিয়র অভিনেতা। সিরিয়াস অভিনয় করেন। বড় মাপের অভিনেতা তিনি। তাঁর সঙ্গে অভিনয় করতে গেলে সহশিল্পী হিসেবে সুবিধা হয়। সহজভাবে কাজ করা যায়। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখা যায়। অনেক দিন পর আবার একসঙ্গে কাজ করলাম। একসঙ্গে কাজ করে অনেক ভালো লেগেছে।’
মিম আরও বলেন, ‘পরিচালক সঞ্জয় সমাদ্দারের সঙ্গে অনেক দিন ধরেই কাজের কথা হচ্ছিল। ব্যাটে-বলে মিলছিল না। এবার এই টেলিছবিটি করলাম।’
পরিচালক সঞ্জয় সমাদ্দার জানান, প্রবাসী স্বামী ও তাঁর স্ত্রীকে ঘিরে গল্পটি তৈরি হয়েছে। বলেন, ‘আমাদের দেশের প্রচুর মানুষ বিদেশে থাকেন। স্ত্রী থাকেন দেশে। এক প্রবাসী ও তাঁর দেশে থাকা স্ত্রীর বাস্তব কাহিনি অবলম্বনে টেলিছবির গল্প তৈরি হয়েছে। যে গল্পে নানা নাটকীয়তা আছে।’
‘মনের মানুষ’-এর চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। জানা গেছে, আগামী ঈদুল আজহার অনুষ্ঠানমালায় বেসরকারি একটি চ্যানেল ও ইউটিউবে দেখা যাবে এটি।